জমিয়ত উলামা হিন্দের বিশেষ সভা জয়নগরে

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : জেলা জমিয়তের সাধারণ সম্পাদক হযরত মাওলানা শওকত আলী সাহেব দামাত বারকাতুহুম এর অনুপ্রেরণায় ‘বকুলতলা জমিয়ত উলামা হিন্দের’ তত্ত্বাবধানে কুলতলী থানার অন্তর্গত কাওরা খালি মসজিদে আলি প্রাঙ্গণে ইসলাহে ময়াশারা সভা অনুষ্ঠিত হলো। উক্ত সভায় সভাপতিত্ব করেন বকুলতলা জমিয়ত উলামা হিন্দের স্বনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা রফিকুল হাসান সাহেব দামাত বারকাতুহুম। উপস্থিত ছিলেন জনাব হযরত মাওলানা খয়রুল আলম সাহেব, জনাব মাওলানা আব্দুল মান্নান সাহেব, মাওলানা হারুন রশিদ সাহেব, মাওলানা সুলাইমান সাহেব, হাফেজ সোহরাব সাহেব, হাফেজ হাবিবুল্লাহ সাহেব, হাফেজ ওবায়দুল্লাহ সাহেব, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা নাসিম, মাওলানা আবু সিদ্দিক, সহ স্থানীয় বহু ওলামায়ে কেরামগণ। বকুলতলা জমিয়াতে উলামা হিন্দের সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা মুফতী আমির আলী সাহেব তাঁর মূল্যবান বক্তব্যের মধ্যে বলেন, জমিয়তের দুইটি দিক। একটা হচ্ছে তাহাফফুজে শরীয়তের জন্য বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো, দ্বিতীয় ঈমান আখেরাতকে বাঁচানোর জন্য শরীয়তী সমাজ ব্যবস্থা কে চালু করা সমাজের কুসংস্কার কে বন্ধ করা, জনাব আব্দুল মান্নান সাহেব তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে বলেন, ইসলামের ঝান্ডা কে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য মাদ্রাসা হচ্ছে একমাত্র মাধ্যম তাই মাদ্রাসাকে আমাদের সর্বস্ব দিয়ে হেফাজত করতে হবে সহযোগিতা করতে হবে তার ওপর গুরুত্ব আরোপ করেন,অবশেষে সভাপতি সাহেব তাঁর জ্ঞানগর্ভ ময় বক্তব্যের মধ্যে বলেন, জমিয়ত হচ্ছে আমাদের কাছে আমানত ও নেয়ামত স্বরূপ, এই সংগঠনের সাথে যুক্ত থেকে আমাদের সংগঠন কে হেফাজত করতে হবে ও আল্লাহ আমাদেরকেও হেফাজত করবেন কারণ ঈমানওয়ালা দের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন।

    পয়তারহাট সংলগ্ন অতি ছোট্ট গ্রাম হলেও দূর-দূরান্ত থেকে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, মসজিদ ছিল কানায় কানায় পূর্ণ, অতিরিক্ত ভিড়ের কারণে মসজিদের বাইরে ও মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা করতে হয়, উপস্থিত সবাই মাদ্রাসা ‘বাগে বাহারুল উলুম’ (বানাত) এর জন্য মুক্তহস্তে সাহায্য করেন। জুমার নামাজের শেষে প্রায় ৫ শতাধিক মানুষের মেহমানদারী মাদ্রাসা কর্তৃপক্ষ সুন্দরভাবে সম্পন্ন করেন।