|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম মুসা সেখ তার বয়স আনুমানিক ২২ বছর। উল্লেখ্য প্রায় চার মাস আগে পেটের টানে চেন্নাই এ রাজমিস্ত্রি কাজে যায়, তাঁর গ্রামেরই কিছু বন্ধু দের সঙ্গে। ২৫ শে নভেম্বর বৃহস্পতিবার দিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুসা সেখ, এবং তাঁর বন্ধুরা তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় মুসা শেখ কে, এবং চিকিৎসকরা জন্ডিস রোগ হয়েছে বলে জানান, কিন্তু তাঁর কয়েক ঘন্টা পরেই চিকিৎসকরা মুসা শেখ কে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বন্ধুরা জানান চিকিৎসকদের গাফিলতির জন্যই মুসার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই চেন্নাই থেক মুসা শেখ এর লাশ অ্যাম্বুলেন্সে করে রওনা দিয়েছে। এদিকে সাগরদিঘীর গাঙ্গাড্ডা গ্রামে মুসা শেখ এর পরিবার এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে স্বজনহারানো বুকফাটা কান্নায় ভেঙে পড়েছে, এবং গাঙ্গাড্ডা এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।