|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : পরিচালক উওম সরকার সঙ্গে এবার পরিচালিকা কৃষ্ণা মিএ এবার অভিনেত্রী রূপে।অনেক দিনের ইচ্ছে ও স্বপ্ন অভিনয় করার কিন্ত সিরিয়ালে পরিচালিকা কাজ করতে গিয়ে আর সময় পাইনি তাই নিজের কাছের বন্ধু ভাই পরিচালক উওম সরকার আমার সেই ইচ্ছে পূরন করেছে।আমি ও উওম সরকার অনেক পুরোনো বন্ধু অনেক কাজ করেছি একসঙ্গে বেশ কিছু টিভি সিরিয়াল করেছি তার মধ্যে জনপ্রিয় সিরিয়াল জি বাংলার “রাশি”।
উওম সরকার নিজে একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম স্মাইল বাংলা এবং ওর প্রোডাকশন হাউসের নাম ফ্ল্যাশব্যাক প্রোডাকশন হাউস।যেখানে কাজ করছে গ্ৰামের বেশকিছু ছেলে মেয়ে যাদের কে উওম সরকার তার নিজের হাতে তৈরি করছেন।এখানে না আসলে হয়তো সেটা আমি বুঝতে পারতাম না উওম সরকার তার সমস্ত কাজ তার নিজের শহর বেথুয়াডহরী তে করছে।পাশাপাশি অনেক ছেলে মেয়ে স্বপ্ন পূরন করছে।একটা পুরো ইউনিট একটা টিম তৈরি করেছে যার নাম টিম স্মাইল বাংলা।ক্যামেরাম্যান থেকে শুরু করে সহকারী পরিচালক,সাউন্ড ম্যান,আর্ট ,লুক এন্ড ড্রেস,সবকিছু আছে এবং এদের কে উওম সরকার নিজ হাতে তৈরি করেছেন।আশ্চর্য করা ব্যাপার হল এরা কিন্ত কোথাও কাজ শেখেনি গ্ৰাম থেকে এসে তারা তাদের স্বপ্ন পূরন করছে এখন তারা প্রফেশনাল ভাবে কাজ করছে এবং এর পুরো ক্রেডিট উওম সরকারের।যে সাহস নিয়ে উওম সরকার এই লড়াই লড়ে চলেছে আমার বিশ্বাস একদিন সফলতা পাবেই।এবার আসি সিনেমার কথায় গল্পের নাম গঙ্গাফড়িং।
এক মা এর গল্প যে তার নিজের ছোটবেলা কে দেখতে পায় তার সঙ্গে গল্প করে খেলা করে গান করে ঘু্রতে যায়।এই মা এর এক মেয়ে আছে যে কয়েক বছর হল ব্যাঙ্গালোরে চাকরি পাওয়ার পর থেকে তার মা এর সাথে একবারো দেখা করতে আসেনি।হঠাৎ একদিন তার মেয়ে কে ফোন করে আর বলে একটা খুশির খবর আছে তাকে বলবে সেই জন্য বাড়ি আসতে।বাকিটা কী সেই খুশির খবর বা তার মেয়ে মা এর সাথে দেখা করতে এল কিনা এই সবকিছু জানতে হলে দেখতে হবে আপনাদের পুরো শর্টফিল্ম টা ।এটি রিলিজ হবে স্মাইল বাংলা ইউটিউব চ্যানেলে।