|
---|
নূর আহমেদ : ১২ মার্চ মেমারী পৌরসভার উদ্যোগে মেমারী শহরের ৪ নং ওয়ার্ড শ্রীদুর্গা পল্লীতে গড়ে উঠলো মেমারী গার্লস জুনিয়ার হাই স্কুল। সোমবার পৌরপ্রধান স্বপন বিষয়ী ফিতে কেটে এবং নারকেল ভেঙে উদ্বোধন হয় এই বিদ্যালয়ের। উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক ভজন ঘোষ , পৌরসভার প্রায় সকল কাউন্সিলর, উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত, বিদ্যালয় উদ্বোধন কালীন রাজ্যের অন্যতম জনপ্রিয় মন্ত্রী স্বপন দেবনাথ পৌরপ্রধান স্বপন বিষয়ীর মোবাইল মাধ্যমে ভার্চুয়ালি শুভেচ্ছা জানান এই বিদ্যালয়ের উদ্বোধন উপলক্ষ্যে। পৌর প্রধান স্বপন বিষয়ী জানান আপাতত এটি জুনিয়ার হাইস্কুল হলেও চেষ্টা করা হচ্ছে যাতে এটি মাধ্যমিক পর্যন্ত অনুমোদন করানো যায়।