|
---|
লুতুব আলি, বর্ধমান : বর্ধমান ফুডিজ ক্লাবের বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমে বৃক্ষরোপণ। বর্ধমানের দুটি অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপ ও ফুডিজ ক্লাব ১০ জুলাই যৌথভাবে বৃক্ষরোপণ করল। বর্ধমানের উপকণ্ঠে গাংপুরের বৈকন্ঠপুরে বর্ধমান ফুডিজ ক্লাবের প্রস্তাবিত বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রম দর্পণে এদিন ১০০টি মূল্যবান গাছ লাগানো হল। গাছ গ্রুপের পক্ষ থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার নামে খ্যাত অরূপ চৌধুরী। বর্ধমান ফুডিজ ক্লাবের পক্ষ থেকে সংগঠনের সম্পাদক দেবজিৎ সিনহা, সভাপতি মৈনাক মুখার্জি, ট্রেজারার নিরঞ্জন বেহারা, আরতি সিকদার, দেবব্রত বণিক। গাছ মাস্টার অরুপ চৌধুরী জানান সারাবছর ধরেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে খন্ডবন তৈরি করে গাছ গ্রুপটি এক অনন্য নজির সৃষ্টি করে চলেছে। গাছ গ্রুপের পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন সুহাস সামন্ত, জাতীয় শিক্ষক সুবীর কুমার দে, প্রিয়ব্রত পাঁজা, অরূপ চৌধুরী, বিপদতারণ মিশ্র, রাজেশ হালদার ছাড়াও সহকারি বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক সুকল্যাণ বসু। বর্ধমান পুলিশ ক্লাবের পক্ষ থেকে নীলা ক্ষী সিনহা মুখার্জি বলেন, এই সংগঠনের অঙ্কুর বৃক্ষরোপণ করে সবুজায়ন ও বিষ্ণায়নের মোকাবেলা করতে চাই। বর্ধমান ফুডিজ ক্লাবের সদস্য সংখ্যা ইতিমধ্যে প্রায় দেড় লক্ষ্যের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। দেশে-বিদেশে সদস্যরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে সংগঠনটিকে সফলভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, এক বিঘা জায়গার উপর একই ছাতার তলায় বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রম গড়ে তোলা হবে। প্রস্তাবিত এই প্রতিষ্ঠান দুটি গড়ে তোলার আগে জায়গাটিকে সবুজায়ন করে গড়ে তোলার জন্য বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বর্ধমান ফুডিজ ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সঞ্জয় সাহা, তাপসী নিয়োগী, অরিন্দম পালিত, রাখো হরিদাস, সিদ্ধার্ত গোস্বামী, অনিরুদ্ধ দত্ত। এই অনুষ্ঠানে সকলকে অভিবাদন জ্ঞাপন করেন অর্ণব সিনহা, অরা ত্রিকা সিনহা, অনুরাধা, সোমনাথ ভকত, অলেব হিয়া আশ, দেবজিৎ সিনহা, সব্যসাচী রায়, রাজকুমার সাহা, রাজীব নন্দী, সুমন মুখার্জী প্রমুখ।