|
---|
আজিজুর রহমান,গলসি : গলসি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলন। যেখার এলাকার বিভিন্ন গ্রামের তৃণমূল কর্মীরা যোগদান করেন। অতিথি বরন করে অনুষ্ঠানের সুচনা করা হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির বার্তা দেন জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ আসরফ উদ্দিন। তাছাড়াও সকলকে নিয়ে এগিয়ে চলার ডাক দেন তিনি। উপস্থিত ছিলেন, বর্ধমান পূর্বের লোক সভার সাংসদ সুনীল মন্ডল, জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আসরাফ উদ্দিন গলসি ১ নং ব্লক তৃণমূল সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী, ব্লক যুব সভাপতি জয়ন্ত মেটে, সহসভাপতি দোলন দত্ত, আই.এন.টি.টি.ইউ.সি এর সভাপতি বাপ্পাদিত্য রায়, গলসি১ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধক্ষ্যা ফজিলা বেগম, পারাজ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাজাহান সেখ। এদিনের মঞ্চ থেকে ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি ঘোষিত হন জাহির আব্বাস মন্ডল।