|
---|
সাকিব হাসান,নতুন গতি,কুলতলী:
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও কুলতলী তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গণেশ মন্ডলের নির্দেশে দঃ ২৪ পরগনা জেলার কুলতলী ব্লকের জালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে জনসংযোগ যত্রা করেন। এইদিন কুলতলী ব্লকের জয়হিন্দ বাহিনীর সভাপতি আতিকুর খান সহ অন্যান্য ব্যক্তি ৫ টা গ্রাম পায়ে হেঁটে মানুষের বাড়িতে বড়িতে গিয়ে তৃণমূল সরকারের ১০ বছরের যাবতীয় উন্নয়নের খতিয়ান রিপোর্ট কার্ড প্রতেকের হাতে তুলে দেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন কুলতলী ব্লক তৃণমূল যুব কংগ্রেস ব্লক কমিটির মেম্বর অরুন নাড়ুয়া,কুন্দখালী গোদাবর পঞ্চায়েতের কার্যকারি সভাপতি দিলিপ সরদার সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।