|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মালদা জেলা সফরের পর পাল্টা সভা করতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ তারিখ মালদহের গাজোলে এক প্রকাশ্য সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাকে সাফল্য করার উদ্দেশ্যে একটি মোটর বাইক মিছিল করলেন চাঁচল ব্লক তৃণমূল কংগ্রেস।
এদিনের এই মোটরবাইক মিছিলটি চাঁচল নেতাজি মোড় থেকে শুরু হয়ে গোটা চাচোল শহর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয়। এই দিনের ওই মোটর বাইক রেলিতে চাচল এক ব্লকের সহ-সভাপতি এন্তাজ হোসেন ও দেবব্রত সিংহ ছাড়াও ব্লকের অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মোটরবাইক মিছিলের মাধ্যমে বার্তা দেন কেন্দ্র সরকারের অনৈতিক কৃষি বিল এর প্রতিবাদে আগামীতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে জনসভা করবেন তারই জন্যে এই মোটরবাইক মিছিলের আয়োজন।