|
---|
লু তুব আলি : বর্ধমানের উপকণ্ঠে বড়শুলে উন্নয়নের ১১ বছর মঞ্চে অনুষ্ঠিত হল রবীন্দ্র স্মরণ। বর্ধমান ২নং ব্লকে এই অনুষ্ঠানে প্রাধান্য পেল রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিন। বড়শুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের মুক্তমঞ্চ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল বর্ধমান ২নং পঞ্চায়েত সমিতি ও বর্ধমান ২নং ব্লক। রবীন্দ্রজয়ন্তীর সূচনা করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মলিক। উদ্বোধনী সংগীত পরিবেশন করে রাধাবিনোদ সঙ্গীত সমাজ। সংগীতানুষ্ঠান পরিচালনা করেন সঙ্গীতা ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শক্তিগড় থানার ও.সি কুনাল বিশ্বাস। বর্তমান সময়ে রবীন্দ্রনাথের চিরন্তন লেখাগুলি এই প্রজন্মের কাছে আরও বেশি করে আনা দরকার বলে অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে সমবেত সংগীতে অংশগ্রহণ করে আঁখি, মোহনা, কাবেরী, মৌমিতা, প্রীতিলতা, শেখ মিঠু। অনুষ্ঠানে মননশীল নৃত্যানুষ্ঠান পরিবেশন করে লাস্য নৃত্য মন্দিরের কর্ণধার স্নেহা ঘোষ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেয়া,ঝর্না, মৌমি, আদৃজা, সৌরাশিস, পায়েল, মিষ্টু, অমৃতা, শালিনী, দিশা,, তিতলি, অহনিকা গোস্বামী, ঐশিকা ঘোষ, ঐন্দ্রিলা পাল প্রমুখ। কবিতা আবৃত্তিতে অংশ নেয় ঐন্দ্রিলা বোস, অর্পণ যশ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট বি.ডি. ও রাম দাস, পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ গোলদার, কর্মাধ্যক্ষ সৌভিক পান, শক্তিপদ পাল, লবকুমার দাস, উপপ্রধান রমেশ চন্দ্র সরকার, মোহাম্মদ হাবিব। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব চক্রবর্তী।