দীপান্বিতা ও স্ট্রীটলাইটস্ এর ভাষা দিবস পালন

আলিফ ইসলাম,মেমারি: ২৪ ফেব্রুয়ারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার সুলতানপুর কিশলয় পার্কে ২৪ ফেব্রুয়ারি শনিবার ৩-০০ টা থেকে ৬-০০ টা পর্যন্ত দীপান্বিতা ও স্ট্রীটলাইটস্ এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি কে স্মরণ করে ভাষা দিবস পালিত হয়। অনুষ্ঠানের শেষ লগ্নে পরিবেশিত হয় নাটক চাঁদ ওঠার গান। কবিতা, গান, আবৃত্তি এবং বক্তব্য সহযোগে একান্তভাবে ঘরোয়া পরিবেশে সুচারু ও নন্দিত হয়ে উঠেছিল মুক্তাঙ্গন টি। প্রদীপ প্রজ্জ্বলন ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।মঞ্চাসীন ব্যক্তিত্ব হলেন অমিয় মুখোপাধ্যায়, ডাঃ অভয় সামন্ত, শুভাশিস মল্লিক, বিশ্বনাথ বিষয়ী—মেমারির এই চার গুণীজনের সঙ্গে অশোক মুখোপাধ্যায়, ডঃ রমলা মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ চৌধুরীর এবং তন্দ্রা বসু প্রমুখ। বর্ধমানের বিশিষ্ট সঞ্চালক ও গুণী ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ চৌধুরীর সঙ্গে সেখ জাহাঙ্গীর ও সুফি রফিক উল ইসলামের সঞ্চালনায় উপরিউক্ত ব্যক্তিগণ সহ কল্পনা রায়, চিরঞ্জীব ঘোষ,ডাঃ সেখ সদরুল আলম,ডাঃ সেখ সাবের আলি, তাপস ভূষণ সেনগুপ্ত,চৈত্র কুমার প্রামানিক, সেখ হাসানুজ্জামান, আঞ্জুমানোয়ারা আনসারী, সেখ আনিসুর রহমান, কাজী রেহানাজ ইয়াসমিন, তাপসী বোস,অনিকা ঘোষ, সন্দীপ রায়, সেখ মহম্মদ ইউনুস, অর্ঘ্য বসু, রমাকান্ত পাঁজা, সৌম্য পাল,সেখ আজমত হক, ডাঃ সেখ সুরমান আলি মল্লিক, সুদীপ্ত মন্ডল, চন্দন রায়,গনেশ মন্ডল, স্বদেশ মজুমদার, তৃষা ঘোষ, তৃষা কর্মকার, পার্থ বসু প্রমুখ প্রায় পঞ্চাশ জন উপস্থিত থেকে এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপরে বিসর্গ থিয়েটার নিবেদন করে চাঁদ ওঠার গান নাটকটি।