|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: মালদা শহরের ঘোড়াপীর মোড় থেকে মালঞ্চ পল্লী রেলগেট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। সেই রাস্তা সংস্কারের কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তুলে রবিবার সকালে কৃষ্ণপল্লি তুলসীমোড়ে বিক্ষোভ দেখালো সিপিএম। ২৫ নম্বর ওয়ার্ডের সিপিএমের বিদায়ী কাউন্সিলর দুলাল নন্দন চাকির অভিযোগ, রাতের অন্ধকারে এই রাস্তার কাজ করা হচ্ছে। সিডিউল মেনে রাস্তার কাজ হচ্ছে না। এলাকার মানুষ প্রতিবাদ করলে পুলিশ এসে হুমকি দিচ্ছে। নিম্নমানের এই রাস্তার কাজের প্রতিবাদে আমাদের বিক্ষোভ চলবে। পুলিশ দিয়ে ভয় দেখিয়ে কোন লাভ হবে না।