কথাশৈলীর বিজয়া সন্মিলনী ও সাহিত্য সভা

আলিফ ইসলাম: মেমারি:০৯ নভেম্বর, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের কথাশৈলীর মাসিক সাহিত্য সভা ও বিজয়া সন্মিলনী অনুষ্ঠিত হল খাজা আনোয়ার বেড় এলাকার প্রামানিকদের ঠাকুরবাড়ির দালানে। বৈকালিক এই সাহিত্য সভায় সভাপতির আসন অলংকৃত করেন সংস্থার সভাপতি কবি তাপস ভূষণ সেনগুপ্ত।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কবি নারায়ণ চন্দ্র পাল। এছাড়া কথাশৈলীর সম্পাদিকা কল্পনা রায়। আহ্বায়ক এবং প্রামানিকদের ঠাকুরবাড়ির বর্তমান কর্ণধার চৈত্র কুমার প্রামানিক ও সহধর্মিণী ইতু প্রামানিকের ঐকান্তিক আতিথেয়তায় প্রায় পঁচিশ জন কবি ও সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, বক্তব্য এবং সঙ্গীত পরিবেশন করেন। উপরিউক্ত ব্যক্তিগণ সহ অশোক কুমার বর্মন, বরুণ মজুমদার, রীতা সাউ, রথীন পার্থ মন্ডল, শুভশ্রী বোস,সুমিত্রা ভট্টাচার্য্য,যমুনা চ্যাটার্জী, আলপনা মজুমদার,তাপসী চট্টখুন্ডী, সুফি রফিক উল ইসলাম প্রমুখ এই মহতী সাহিত্য সভায় অংশগ্রহণ করেন। প্রামানিকদের ঠাকুরবাড়ির প্রতিষ্ঠাতা বিহারীলাল প্রামানিকের চতুর্থ উত্তরপুরুষ হলেন বর্তমান কর্ণধার কবি চৈত্র কুমার প্রামানিক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুফি রফিক উল ইসলাম।