|
---|
রোদ্দুর ইসলাম: মেমারি : ০৯ নভেম্বর,পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক ও শিল্পী সংঘ বর্ধমান শাখার মাসিক সাহিত্য সভা ও বিজয়া সন্মিলনী অনুষ্ঠিত হল বর্ধমান শহরের বাদামতলা এলাকায় অবস্থিত কালীকৃষ্ণ পাঠাগারে। এই মহতী সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ মজুমদার। মঞ্চাসীন ছিলেন দুই গুণী ব্যক্তিত্ব অরুণ মজুমদার ও শাখার যুগ্ম সম্পাদক মিনতি গোস্বামী। কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত ও বক্তব্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সুচারু হয়ে ওঠে। মিনতি গোস্বামীর সঞ্চালনায় লক্ষণ দাস ঠাকুরা, নমিতা রাউত,শ্যামা প্রসাদ চৌধুরী, স্বরূপ মুখার্জী,চিরঞ্জীব ঘোষ, সত্যজিৎ ভট্টাচার্য্য, বিকাশ বিশ্বাস, করবী রায়, পার্বতী মিত্র,আশিয়া খাতুন, কল্পনা মজুমদার, রীতা বসু ধর, দীপা কুমার,রত্না ভট্টাচার্য্য চক্রবর্তী, কাজল সাহা,তপন জ্যোতি চৌধুরী, নিয়াজুল হক, উত্তম কর্মকার, পরেশ ঘোষ প্রমুখ প্রায় পঁয়ত্রিশ জন সংস্কৃতি প্রেমী গুণী ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।