|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
আগামী ১৯ শে জানুয়ারী ব্রিগেড সমাবেশ সমর্থনে কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মহামিছল হলো। ব্রিগেড হলো সফল করতে শ্রীবাটী অঞ্চলের নন্দীগ্রামের রায়পাড়া তৃনমূল কংগ্রেসের কার্যালয় থেকে মহামিছল শুরু হয়ে আদিবাসী পাড়া হয়ে নন্দীগ্রামের শিবতলায় মহামিছিল শেষ হয়।
এই মহামিছিলে নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত। জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত ছাড়াও উপস্থিত ছিলেন তৃনমূল যুব কংগ্রেসের নেতা সুরজিৎ সাঁই, সন্তোষ রায়, সোহম রায়, গৌতম রেজ। তৃনমূল কংগ্রেস কর্মী, সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।