ছেলে ICDS স্কুল যায় তো? বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিল মুরার‌ইয়ের বিডিও

মহম্মদ রিপন , মুরারই :

    শিক্ষা দান হলো বাগানে পরিচর্যারত মালির মত। যদি প্রথম থেকেই সমাজের পিছিয়ে পড়া ছেলেগুলোর ভিত্তি স্তর ভালোভাবে স্থাপন করা যায় তবে সমাজের অশিক্ষা নামক ব্যাধিটি খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। কারণ শিক্ষায় পারে পিছিয়ে পড়া একটি সমাজ কে নতুন করে আলোর মুখ দেখাতে। কথায় আছে শিক্ষাই জাতির মেরুদন্ড। এবার সেই মেরুদন্ড কেই শক্ত করতে নিজ হাতেই মাঠে নামল মুরার‌ইয়ের ব্লক সমষ্টি আধিকারিক নিশিত ভাস্কর পাল।

    সম্প্রতি আইসিডি এস স্কুলে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বাড়ি গিয়ে খোঁজ নেন যে শিশুরা ঠিকমতো শিক্ষা ও মিড ডে মিলের পুষ্টিকর খাবার পাচ্ছে কিনা। মুরারয় এর অধিকাংশ মানুষই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন। অনেক সমাজের সুচিন্তা ধারা সম্পূর্ণ মানুষদের কথায় বিডিও স্যার মুরারই থানার বিভিন্ন গ্রামের আইসিডিএস ইস্কুলে সাথে বিভিন্ন বাড়িতে গিয়ে পরিবারের কর্তাদের সাথে যোগাযোগ করে ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর নির্দেশ দেন সাথে ছেলে মেয়েদের উচ্চতর শিক্ষায় শিক্ষিত করার জন্য গ্রামের মানুষদের বোঝান। পশ্চিমবঙ্গ সরকারের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন যাতে সব রকমের সুযোগ সুবিধা পায় ছাত্র ছাত্রীরা সেই আশ্বাস টাও তিনি দিয়ে আসেন।