স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ধমানে দুস্থদের ত্রিবর্ণ খাবার বিতরণ।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ধমানে দুস্থদের ত্রিবর্ণ খাবার বিতরণ। পূর্ব বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এক ভিন্ন ধরনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করল। এমন অনুষ্ঠান খুব একটা সচরাচর চোখে পড়ে না। সংস্থাটি আড়ম্বর আনুষ্ঠানিকতায় না গিয়ে ঐতিহ্যপূর্ণ দিনটিতে দুস্থ পরিবার গুলির হাতে ত্রিবর্ণ খাবারের প্যাকেট তুলে দিল। খাবারের প্যাকেটে ছিল কুমড়ো, পটল, ডিম। বর্ধমান শহরের বর্ধমান স্টেশন, বীরহাটা, তেলিপুকুর এলাকায় দুঃস্থ পরিবার ও রিক্সা ওয়ালারা এই খাবার পেয়ে ভীষণ খুশি হয়েছেন। দেশের স্বাধীনতা প্রাপ্তি ৭৭ বছর পর ও এখনও অনেক মানুষ জানেনই না যে স্বাধীনতা ও স্বাধীনতা দিবসের তাৎপর্য। এই সমস্ত মানুষের একটা বড় অংশ স্বাধীনতা দিবস খায় না, গায়ে মাখে তা তাদের বোধগম্যের ভেতরে আসেনি। সংস্থাটির এই মহতী অনুষ্ঠান দেখে অনেকে সাধুবাদ জানিয়েছেন। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, আমরা প্রতিবছরই এমন ধরনের কাজ করে থাকি স্বাধীনতা দিবস উপলক্ষে। এতে যেমন স্থানীয় খাবার সম্পর্কে মানুষকে উৎসাহিত করা যায় সাথে সাথে দিন আনা দিন খায় মানুষের তাদের প্লেটের সবজি দৈনিক থাকে না তাই আমরা একটা দিনের জন্য হলেও এই বিষয়টা সুনিশ্চিত করার চেষ্টা করে থাকি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুদীপ মন্ডল, দ্যুতি কোনার, স্বর্ণশ্রী চ্যাটার্জি সহ সংস্থার অন্যান্য সদস্যরা।