কমিউনিষ্ট আন্দোলনের নেতা অরুন চৌধুরীর স্মরনসভা

মহিউদ্দীন আহমেদ, সিউড়ী: বীরভূমের কমিউনিষ্ট আন্দোলনের নেতা শিক্ষাবিদ অরুন চৌধুরীর ষষ্ঠতম স্মরন সভার আয়োজন করা হলো সিউড়ীতে। সিউড়ী-১ এরিয়া কমিটির উদ্যোগে বীরভূম জেলা কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার অন্যতম নেতৃত্ব, শিক্ষাবীদ প্রয়াত অরুণ চৌধুরীর ষষ্ঠতম স্মরণসভা অনুষ্ঠিত হলো নগরী গ্রামে তার বাসভবনো। স্মরণসভার পর এদিন সিপিআইএমের যুব ও ছাত্র সংগঠনের উদ্যোগে তৈরী সিউড়ি রেড ভলান্টিয়ার্সের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

    উপস্থিত ছিলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন সাংসদ ডাক্তার রামচন্দ্র ডোম, সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দীপঙ্কর চক্রবর্তী, বলরাম চ্যাটার্জী, জেলা কমিটির অন্যতম সদস্য কবিতা রায়, কমঃ মতিউর রহমান, প্রয়াত অরুণ চৌধুরীর পুত্র বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অভিজিৎ চৌধুরী সহ গণ ও বাম আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ। আজকের রক্তদান শিবিরে কমঃ ডাক্তার রামচন্দ্র ডোম ও প্রয়াত কমঃ অরুণ চৌধুরীর পুত্র বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অভিজিৎ চৌধুরীও রক্তদান করেন।