|
---|
সাকিব হাসান,দঃ ২8 পরগনা: কেন্দ্রের মোদী সরকার দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় নিদারুণ ভাবে ব্যর্থ। মোদী সরকার করোনার দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা আন্দাজ করতে ব্যর্থ হওয়ার কারণেই আজ ভারত স্বাধীনতার পরে সম্ভবতঃ বৃহত্তম গণস্বাস্থ্য জরুরী অবস্থার শিখরে বিরাজ করছে। এই অতিমারীর মধ্যেও বড় বড় নির্বাচনী সভার আয়োজন করে ও কুম্ভ মেলার আয়োজনে অনুমতি প্রদান করে দেশে করোনা গাণিতিক হারে প্রসারের জন্যও মোদী সরকারই দয়ী। করোনার প্রথম ঢেউয়ের পর পরবর্তি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির জন্য এই সরকারের হাতে প্রায় এক বছর সময় ছিল, কিন্তু এই সরকার খুব সামান্যই পদক্ষেপ নিয়েছে বা নিলেও তা খুবই দেরিতে নেওয়া হয়েছে। বিভিন্ন পরিষেবা না পাওয়ার কারণে বা উপযুক্ত পরিষেবার অভাবে দেশে হাজার হাজার মানুষ মৃত্যু মুখে ঢলে পড়েছে এবং দেশের বহু মানুষ তাদের প্রিয়জনের শেষকৃত্যের খরচ বহন করতে না পেরে তাদের প্রিয়জনদের মৃতদেহ যেখানে-সেখানে ছুঁড়ে ফেলছে। মোদী সরকারের আমলে বিজ্ঞানমনস্কতাকে ছুঁড়ে ফেলে অন্ধবিশ্বাসকে জায়গা করে দেওয়া হচ্ছে, কারণ সরকার নিজেই উৎসাহিত করেছে বহু নকল প্রতিষেধককে এবং অবৈজ্ঞানিক প্রথাকে। আরও একবার লকডাউনে আঁটকে পড়া দেশ হতাশার সাথে লকডাউন না এড়াতে পারার কষ্টের সাথে যুঝছে। আবারও যখন বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতির দেশ অচলাবস্থার মধ্যে এসে পড়ল তখন আরও একবার দৈনিক মজুরীর অভাবে দিশেহারা হয়ে পড়ল দেশের দিনমজুরের দল। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধারণায় অর্থ, টীকা, অক্সিজেন ও অত্যাবশ্যকীয় ওষুধের প্রসঙ্গে মোদী সরকার রাজ্যগুলিকে বিনাশর্তে আর্থিক অনুদান দিতেও ব্যর্থ হয়েছে। ভেঙে পড়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রেও সংশোধনমূলক পদক্ষেপ নিতে মোদী সরকার ব্যর্থ। আন্তর্জাতিক সমালোচনা সহ দেশের মধ্যে ওঠা সব ধরণের সমালোচনাকে শুনে দেশের স্বার্থে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করতে মোদী সরকার ব্যর্থ। উল্টে এই সরকার যেকোনও সমালোচনাকে অবদমিত করতে কঠোর দ্বন্দ্বমূলক অবস্থান নিচ্ছে ও বিদ্রোহকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। অতিমারীর সংকটময় পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থ হওয়ার পাশাপাশি মোদী সরকার দেশের স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকেও অধিকৃত করবার অপচেষ্টার দোষে দুষ্ট এবং দেশের এই সংকট মুহূর্তে ন্যাক্কারজনক, বিভেদকামী আইন পাশ করানোর জন্য দায়ী। মোদী সরকারের অপশাসন ও অব্যবস্থার কারণে দেশে যে পরিস্থিতি তৈরী হয়েছে তার জন্য পার্টি গভীরভাবে মর্মাহত। এই সমস্ত কারণে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে মোদী সরকারের পদত্যাগ দাবি করে পশ্চিমবঙ্গের রাজ্যপালের মাধ্যমে আজ মাননীয় রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি প্রদান করা হয়। ওয়েলফেয়ার পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে আজ রাজ ভবনে পার্টির রাজ্য সভাপতি শ্রী মনসা সেন উক্ত স্মারকলিপি পেশ করেন।সাথে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী,SGC সদস্য সফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। শ্রী মনসা সেন জানান এদিন রাজ্যপাল সহ মালদা,মুর্শিদাবাদ,উত্তর ২৪ পরগণা জেলার জেলা শাসকদের একই ইস্যুতে স্মারকলিপি প্রদান করা হয়।
তিনি আরো বলেন ওয়েলফেয়ার পার্টি ব্যর্থতার কারণে মোদী সরকারের পদত্যাগের দাবিতে ২৫মে থেকে ২৪জুন পর্যন্ত “করোনায় হল দেশ ছারখার,গদি ছাড়ো মোদী সরকার” শীর্ষক একমাস ব্যাপী অনলাইন প্রচারাভিযান পরিচালনা করছে। এর অংশ হিসাবে দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ওয়েবিনার সহ একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।