কাজ ফিরে পেতে কোভিড হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে কর্মচ্যুত কর্মীরা

জলপাইগুড়ি: কাজ ফিরে পেতে কোভিড হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে কর্মচ্যুত কর্মীরা। জলপাইগুড়ি বিশ্ব বাংলা কোভিড হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রায় ৭৫ জন অস্থায়ী কর্মীর কাজ বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এরপর ১ ডিসেম্বর থেকে এদের কাজ নেই কোভিড হাসপাতালে। তাই কোভিড হাসপাতালের সামনেই কাজ ফিরে পেতে প্ল্যাকার্ড হাতে কর্মচ্যুত কর্মীরা অবস্থান বিক্ষোভে বসে।

    হাসপাতাল সহকারি সুপার সুস্নাত রায় জানান, স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মত ৩০ নভেম্বর শেষ কাজ ছিল। উর্দ্ধতন কর্তৃপক্ষকে সব জানানো হয়েছে। সাফাই, ডেটা অপারেটর, কোভিড হাসপাতালের হাতেগোনা কয়েকজন করোনা রোগী থাকলেও কোভিড হাসপাতালের পরিষেবা যাতে বিঘ্ন না হয় তার জন্য আন্দোলনরত কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।তারা জানিয়েছেন আমরা কাজকে বন্ধ করে দিয়ে কোন আন্দোলন করবো না,কোনভাবেই অসুস্থ রোগী কিংবা রোগীনীর পরিবারকে আমরা অসুবিধার মধ্যে ফেলতে চাই না,কিন্তুু আমাদের রোজগার আবার আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে।আমরা চরম দুশ্চিন্তায় আছি,কাজ না থাকলে আমাদের না খেয়ে থাকতে হবে বলে জানান তারা।