|
---|
সম্প্রীতি মোল্লা : গত বুধবার সন্ধেবেলায় খড়দহ বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল বিশিষ্ট গুলি মানুষদের উপস্থিতিতে খড়দহ কো-অপারেটিভ কলোনির মাঠে। এবারের বইমেলায় বিশেষ আকর্ষণ ছিল নিবেদিতা আর্ট সেন্টারের রজতজয়ন্তী বর্ষের চিত্র প্রদর্শনী। চিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন বীরেশ্বর ভট্টাচার্য, মনিন্দ্র চন্দ্র পাল, ডঃ অভিজিৎ রায় চৌধুরী, সমীর চক্রবর্তী, জয়ন্ত কুন্ডু এবং দীপঙ্কর সমাদ্দার। বিশেষ অতিথি হিসাবে এই চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের সহ-সম্পাদক শান্তনু সেনগুপ্ত। শান্তনু সেনগুপ্ত জানালেন -‘ সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদ সারা পৃথিবী জুড়ে বিভিন্ন চিত্র প্রদর্শনের আয়োজন করে এবং যে সমস্ত সেন্টার হোল্ডাররা এইভাবে চিত্র প্রদর্শন এর আয়োজন করে তাদের সমস্ত রকম ভাবে পরিষদের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। শিশু শিল্পী থেকে বর্তমানে যারা স্বনামধন্য শিল্পী হয়েছেন যারা এই সেন্টার থেকেই এক সময় পাস করে বেরিয়েছে তাদের একত্রে মোট ৮১ টি ছবি এই চিত্র প্রদর্শনে স্থান পেয়েছে’। এছাড়াও আর্ট সেন্টারের ছাত্র-ছাত্রীদের চমকপ্রদ হাতের কাজ এই প্রদর্শনীতে স্থান করে নিয়েছে বলে জানা গেছে । সেন্টারের অধ্যক্ষ প্রখ্যাত চিত্রশিল্পী অপূর্ব ব্যানার্জি জানালেন -‘ তাদের এই রজতজয়ন্তী বর্ষে তারা বিভিন্ন রকম কাজ করেছেন তাদের মধ্যে এই চিত্র প্রদর্শনী বিশেষ উল্লেখযোগ্য। প্রদর্শনীতে বেশ কিছু ছবি যথেষ্ট মুন্সি আনার পরিচয় রেখেছে’। এদের মধ্যে উল্লেখযোগ্য ছবির শিল্পীরা হলেন মোঃ আয়ান, তুহিন হালদার , সমীর দাস, অরিত্র নন্দী, কুন্ডু, সানোয়ার আলী, অনিক জোশ ,তুষার বিশ্বাস, বিতান সাঁতরা, অর্ঘ্য প্রামাণিক, হাসিনা বানু, সেরিনা খাতুন , তানিয়া আক্তার। খড়দহ বইমেলা কমিটি এত ভাল একটা চিত্র প্রদর্শনীর সুযোগ করে দিয়ে প্রমাণ করল বইয়ের সাথে ছবি কতটা অঙ্গাঙ্গীন ভাবে জড়িত। প্রদর্শনীকে মনে রেখে জয়ন্ত কুন্ডুর কবিতা পাঠ অনবদ্য। অপূর্ব ব্যানার্জির দীর্ঘ ২৫ বছরের প্রচেষ্টায় সমগ্র জেলা জুড়ে প্রচুর ভালো ভালো শিল্পী তৈরি হয়েছে।