|
---|
সেখ সামসুদ্দিন,৭ জানুয়ারি : মন্তেশ্বরের কুসুমগ্রাম তূণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে সাংবাদিক সম্মেলন করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি মন্তেশ্বর ব্লকের ও মেমারি ২ ব্লকের তূণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে দিদির সুরক্ষা কবজ বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। দিদির দূত সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করবে, তাদের অভাব অভিযোগের কথা শুনবেন ও প্রতিকার করবেন। দলীয় কর্মীদের বাড়িতে রাত্রি বাস করে আলোচনা ও জনসংযোগ করতে হবে। এই সকাল বিষয় নিয়ে কর্মীদের বার্তা দেন। উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, যুব নেতা তন্ময় ব্যানার্জী, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি ইসারুল মন্ডল, জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি হিল্লাল বন্ধু, মহিলা ব্লক সভানেত্রী চুয়া সোম, সহ মন্তেশ্বর বিধানসভার মেমারি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি, সহ-সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীগণ।