|
---|
সংবাদদাতা : বারাসাত পৌরসভার ২নং ওয়ার্ড অন্তর্গত পালপাকুড়িয়া চলন্তিকা সেবা সমিতির আয়োজনে ১৫ তম বার্ষিক রক্তদান শিবির, বস্ত্রদান, বসে আঁকো প্রতিযোগিতা, গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাব সম্পাদক আব্দুর রউফ ও বদর (সল্টু), সভাপতি সেখ সালাম আলি, সেখ আরিফুজ্জামান, ইদ্রিস আলি, সিরাতের রাজ্য সম্পাদক ও সর্বভারতীয় ক্বেরাত সম্মেলনের সম্পাদক, শিক্ষাক আবু সিদ্দিক খান, বিশিষ্ট সমাজসেবী আব্দুল আজিম, সেখ রাশেক আলি ( তপন দা), সমাজকর্মী আলি আকতার, প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী রতন কুমার দাস, শিক্ষিকা পিয়ালি ঘোষ, পলাশ স্যার, রবিউল ইসলাম, আলাউদ্দিন, স্থানীয় ইমাম হাফেজ মিরাজ, সাজ্জাদ আলি, দেবযানি ম্যাডাম প্রমুখ।সিরাতের রাজ্য সম্পাদক ও সর্বভারতীয় ক্বেরাত সম্মেলনের সম্পাদক শিক্ষাক আবু সিদ্দিক খান বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ স্বেচ্ছায় রক্তদান করছে এছাড়া বারাসাত এলাকার বহু শিক্ষার্থী অঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করিয় তাদের মেধার বিকাশ ঘটানোর উৎসাহে এবং ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে শরীর চর্চার মাধ্যমে স্বাস্থ মন, মানসিকতার পরিবর্তনের লক্ষ্যে চলন্তিকা সেবা সমিতি যে কাজ গুলো দীর্ঘ ১৫ বছর ধরে ধারাবাহিক ভাবে করে চলেছে আমি তাদেরকে সাধুবাদ ও কূর্নিশ জানাই।এদিন ক্লাব সম্পাদক বদর ( সল্টু) বলেন, সমাজ ও এলাকার সার্বিক উন্নয়নে আমাদের ক্লাব, সমাজের নানাবিধ কাজ করে চলেছে। মানবিকতার পরিচয়ে রক্ত দান শিবিরে মূমুর্ষ রোগীর পাশে থাকার অঙ্গিকার নিয়ে প্রায় ৬৫ জন মহিলা এবং ৩৭ জন রক্তদান করেন।সভাপতি সেখ সালাম আলি বলেন, আমরা এলাকার বিশিষ্ট সমাজসেবী ও গুনিজনদের সংবর্ধনা জ্ঞাপণ ও শতাধিক অসহায় গরীব মানুষকে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমরা ক্লাব কর্তৃপক্ষ আনন্দিত ও গর্বিত।