|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
প্রতিবছর ন্যায় এবারও মাঘ মাসের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পুজোর। রবিবার পূর্ব বর্ধমানের গ্রামের নাম টি রায়ান । সরস্বতী মাতার পুজা করা হয় বহুদিন ধরেই। অনেকগুলি ঠাকুর আসে বিভিন্ন ক্লাবে ।এসব পুজোর বাজেট হয় অনেক টাকার কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষার ফলে বাজেট অনেক কমিয়ে এনেছে ক্লাব গুলি। তবুও ভাটা পড়েনিএই সরস্বতী পুজোয়।