বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের শতবর্ষের বর্ণময় অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার।

লুতুব আলি, বর্ধমান, ১৮ ডিসেম্বর : বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যের কৃষি উপদেষ্টা, পঞ্চায়েত নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী বর্ধমানের ভূমিপুত্র প্রদীপ মজুমদার। অনুষ্ঠানে প্রদীপ মজুমদার জানান, বর্ধমানের চাল খেয়ে সমগ্র পৃথিবী ঘুরেছি। রাজ্যের শস্য ভান্ডার বর্ধমান পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতকে পথ দেখাচ্ছে। রাইস মিলের আধুনিকীকরণের ব্যাপারে বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশন এক সদর্থক অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। চলতি মাসের প্রথম দিকে এই সংগঠন বর্ধমানের ২৪ তম আন্তর্জাতিক এক্সপো অনুষ্ঠিত করেছে। এই অনুষ্ঠানেও হাজির থেকে প্রদীপ মজুমদার উৎসাহ দেওয়া তে সংগঠনের কর্মকর্তারা উৎসাহিত হয়েছেন। ১৮ ডিসেম্বর বর্ধমান শহরের রেনেসাঁর হোটেল সিন ক্লিয়ারসের প্রাঙ্গণে শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানটি হয়। প্রদীপ মজুমদার জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র প্রান্তিক চাষীদের কাছ থেকে ন্যূনতম মূল্যের থেকেও বেশি দামে ধান কিনে চাষীদের উজ্জীবিত করছেন। বর্ধমান জেলার রাইস মিল অ্যাসোসিয়েশন তাদের ব্যবসায়ীক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়েও একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ায় মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি আবদুল মালেক। শতবর্ষ আগে রাম দয়াল দে এই সংগঠনটিকে নিজে হাতে তৈরি করেছিলেন। অনুষ্ঠানে প্রয়াত রাম দয়াল দে র প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় এবং তাঁর পরিবার বর্গের হাতে সম্মাননার উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি বর্ষীয়ান দেবনাথ মন্ডল কেও সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা জন্মেঞ্জর খাঁ, মৌলি শঙ্কর রায়, পার্থ নন্দী, বংশীবদন সোম, সুকুমার সাহানা, রাজকুমার সাহানা, রাজেন্দ্র প্রসাদ আগারওয়াল, গফুর আলী খান, সুব্রত মন্ডল, বীরেন পাঁজা, কিরণ শংকর মন্ডল, কাঞ্চন সোম, সুমন্ত পাল, শিবাজী দত্ত, বিদেশ ঘোষ প্রমুখ। এদিনের অনুষ্ঠানে রাইস মিলারদের পরিবার বর্গের ছেলেমেয়েদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা হয়। এছাড়াও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালিকা ও সাংবাদিক সুদীপা সরকার।