|
---|
সেখ সামসুদ্দিন : ৪ মার্চঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেও জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও জামালপুর এর ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আজ তারা বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেন এবং প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের হাতে গোলাপ ফুল এবং একটি করে পেন তুলে দেন। মেহেমুদ খান জানান আজকের যারা ছাত্র-ছাত্রী তারাই আগামী দিনের ভবিষ্যৎ তাদের জীবনের বড় পরীক্ষায় তাদেরকে শুভেচ্ছা,শুভকামনা ও উৎসাহ দিতে তাদের এখানে আসা। বিট্টু মল্লিক বলেন ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা প্রথম দিন থেকেই বিভিন্ন বিদ্যালয়ের যেখানে উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে তারা সেখানে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন ছাত্র-ছাত্রীদের সাথে আজ তারা বেরুগ্রাম হাই স্কুলে এসেছিলেন এবং এখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদেরকে উৎসাহ দিলেন। এছাড়াও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অনির্বাণ মজুমদার সহ ছাত্র পরিষদের সদস্যরা।