|
---|
নিজস্ব প্রতিনিধি, মালদা, ৮ সেপ্টেম্বর ঃ রবিবার স্থানিয় ফোয়ারা মোড়ে অনুষ্ঠিত হয়ে গেল, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ মালদহ জেলা শাখার উদ্যোগে রক্তদান ও নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির। উদ্বোধন করলেন ড. সুকান্ত মজুমদার, সাংসদ বালুরঘাট। বিশেষ অতিথি ছিলেন ডঃ তাপস চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক সহদেব সাহা ও রাজ্য সহসম্পাদক উজ্জ্বল কুমার তালুকদার। ৫০ জন রক্তদাতা রক্তদান করেন।প্রায় ১০০ জন মানুষ এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। ডঃ অভিজিৎ মিশ্র, ডঃ সুস্মিতা সরকার ও ডঃ শুভশ্রী কুমার এই শিবিরে পরিষেবা প্রদান করেন। এই শিবিরে ব্লাড প্রেশার, ব্লাড সুগার ও ই.সি.জি. করারও ব্যাবস্থা ছিল। বিনামুল্যে রোগীদের ওষুধ বিতরণ করাও হয়। রাজ্য সহসম্পাদক উজ্জ্বল কুমার তালুকদার বলেন, মানবসেবা ও সামাজিক দ্বায়িত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই শিবির অনুষ্ঠিত হয়েছে। গত বছর থেকে এই কাজ আমরা শুরু করেছি, এই মহৎ কাজ আমাদের চলতেই থাকবে।