জেএনইউ-র ছাত্র ইউনিয়নের নির্বাচনী ইতিহাসে নতুন অধ্যায় লেখা হলো ফ্রাটারনিটি-বাপসা’র হাত ধরে

মাহ্ফুজা তারান্নুম,দিল্লি -জেএনইউ-র ছাত্র ইউনিয়নের নির্বাচনী ইতিহাসে নতুন অধ্যায় লেখা হলো ফ্রাটারনিটি-বাপসা’র হাত ধরে।আজ সম্পূর্ণ হলো দিল্লীর জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের নির্বাচন। বরাবরের মতো নির্বাচনে অংশ গ্রহণ করেছিল বামজোট,বিজেপি ছাত্র সংগঠন এবিপিভি,এবং অন্যান্য দল। সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করেছিল এবারের নির্বাচনে আম্বেদকরবাদী বাপসা ও ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া’র ছাত্র সংগঠন ফ্রাটারনিটির জোট।প্রথম বারের নির্বাচনেই ক্ষমতায় থাকা বামজোটের মূল প্রতিপক্ষ হিসেবে ফ্রাটারনিটি-বাপসা জোট বেশ সাড়া জাগিয়েছে। সভাপতি, সেক্রেটারি ও এস এল কাউন্সিলর পদের জন্য প্রার্থী দিলেও, এই জোট সভাপতি ও সেক্রেটারি পদে বামেদের থেকে পিছিয়ে রয়েছে। তবে উল্লেখযোগ্য ভাবে প্রথম বারেই প্রার্থী হয়ে কাউন্সিলর হিসাবে জয়ী হয়েছে আফরীন ফাতিমা।তিনি সাহিত্য, ভাষা ও সংস্কৃতি বিভাগের দায়িত্ব পেলেন।তবে অফিসিয়াল ভাবে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে কোর্টের অর্ডার পাওয়ার পর।
উল্লেখ্য, আফরিন ফাতিমার বাবা ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া’র রাজ্যের সেক্রেটারি হিসেবে নিয়োজিত আছেন ইউপি’তে।এখন এটাই দেখার বাপ-বেটি মিলে দেশ-কলেজ কিভাবে পরিচালনা করে।