নিজের জন্মদিনে রক্তদান করলেন মুর্শিদাবাদের কৌশিক ব্যানার্জি নামে এই যুবক

 ওসমান আলী,নতুন গতি,পলাশী:-নিজের রক্ত দিয়ে মরণাপন্ন রোগীকে বাঁচিয়ে তুললেন ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের সক্রিয় সদস্য কৌশিক ব্যানার্জি নিয়মিত 90 দিন অন্তর রক্তদান করেন তবে বৃহস্পতিবার এক রোগিণীর জরুরি রক্তের প্রয়োজন রক্ত দিয়ে তার জীবন বাঁচালেন বহরমপুর গোয়ালজানের এই যুবক l আজ ছিল তার জন্মদিন তার রক্তে রোগীর প্রাণে বাঁচার পর এটাকে জন্মদিনের সেরা উপহার হিসাবে চিহ্নিত করলেন কৌশিক ব্যানার্জিl রোগীর প্রয়োজনে রক্ত দান করে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং নিজেই জানালেন তার ব্লাড গ্রুপ A+ l নিয়তি দাস বয়স 39 বছর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হন রক্তের প্রয়োজন হয় রোগীর পরিবার কোনরকম ভাবে রক্ত যোগাড় করতে না পেরে কৌশিক ব্যানার্জীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন ঠিক ব্যানার্জীর দেরি না করে নিজে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এসে নিজে রক্তদান করলেন এবং বললেন খুব ভালো লাগছে নিজের জন্মদিনে এইভাবে একজনের পাশে দাঁড়াতে পেরে l আরো বললেন রোগী সুস্থ হয়ে যেন খুব তাড়াতাড়ি তার নিজের বাড়িতে ফিরে যায় l রোগীর পরিবার ও কৌশিক ব্যানার্জিকে আশীর্বাদ করেন যাতে এই ভাবেই উনি মানুষের পাশে দাঁড়াতে পারেl

    ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের পক্ষ থেকে কৌশিক ব্যানার্জি কে জানাই অসংখ্য ধন্যবাদ l ইমারজেন্সি ব্লাড সার্ভিস পশ্চিমবাংলার যেকোনো প্রান্তে 7/24