|
---|
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: বীরভূম জেলার খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজ অর্থাৎ ৮ই সেপ্টেম্বর NRC তথা নাগরিক পঙ্জীকরনের প্রতিবাদে মিছিল বের হয়। মিছিল খয়রাশোল বাজার পরিক্রমা করার পর, এক পথসভায় বক্তব্য রাখেন খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের সহ অবজারভার অরুন চক্রবর্তী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, স্থানীয় বিধায়ক নরেশ চন্দ্র বাউরি প্রমুখ। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি NRC সহ পেট্রোল, ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গর্জে ওঠেন বক্তারা। এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা স্বপন সেন, শিক্ষক সেখ জুলফিকার আলী, কাঞ্চন কুমার দে সহ বহু নেতা কর্মী ও সমর্থক।এক সাক্ষাৎকারে ব্লক তৃণমূল কংগ্রেসের সহ অবজারভার অরুন চক্রবর্তী জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক আমরা সমস্ত স্তরের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে NRC র প্রতিবাদে মিছিল বের করা হচ্ছে, সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিথ্যার মুখোশ খুলে দিচ্ছি।