শীতার্তদের শীতবস্ত্র বিতরণ কাবিলপুরে

রহমতুল্লাহ, সাগরদিঘী : মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুর অঞ্চলের শীতার্তদের পাশে দাঁড়ালো নবগঠিত তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট, ২৬ শে ডিসেম্বর রবিবার কাবিলপুর অঞ্চলের দুঃস্থ অসহায় শীতার্তদের নিয়ে এক মহতী অনুষ্ঠান হলো কবিলপুর হাইস্কুলে, এদিন ২০০ শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র, একটি করে ব্ল্যাঙ্কেট তুলে দেওয়া হয়। বেলা ১২টার সময় মোঃ ইমরান হোসেনের নিজের লেখা উদ্বোধনী গান এবং ট্রাস্ট সভাপতি ইফতিকার আলমের স্বাগত ভাষণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। দরিদ্র অসহায় মানুষ রেললাইনের ধারে কিংবা বস্তি বা কলোনীবাসী সকলেই শীতের প্রকোপে জুবুথুবু৷ বিশেষত ছিন্নমূল খেটে খাওয়া মানুষের জনজীবন করোনা মহামারী ও ওমিক্রনের থাবায় আজ বিপর্যস্ত !কিন্তু মানুষ মাত্রই অন্ন বস্ত্র বাসস্থান ও সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে !তাই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে কাবিলপুরবাসীর সহযোগিতায় সদ্য গড়ে ওঠা তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যদের উদ্যোগে আজকের এই ব্ল্যাঙ্কেট বিতরণ কর্মসূচি উক্ত সভায় সভাপতিত্বে আসন অলংকৃত করেন ওবাইদুর রহমান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মজিবুর রহমান এবং সাগরদিঘী থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সেপেক্টর রফিকুল ইসলাম সাহেব, রানীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, কাবিলপুর ডি. কিউ. সিনিয়র মাদ্রাসার সুপার ফরমান আলী, প্রাক্তন শিক্ষাকর্মী জনাব মহঃ ইলতুৎমিস , পার্শ্ব শিক্ষক মহঃ আমিরুল ইসলাম, কবি লক্ষণ দাস মহাশয়, মহঃ মোসাররাফ হোসেন,এছাড়াও বিশিষ্ট ব‍্যক্তিবর্গ ও গুণিজন উপস্থিত ছিলেন ৷ এই সকল ব্যক্তিদের উপস্থিতি ও সহযোগিতা সমাজসেবার কাজে সক্রিয় থাকতে এবং সুন্দর সমাজের সন্ধানে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যদের উৎসাহিত ও অনুপ্রাণিত করে ৷ট্রাস্টের উদ্যোগে শীতকালীন অসহায় ও দুস্থ পরিবারগুলোর শীত নিবারনের কথা মাথায় রেখে প্রায় তিন শতাধিক পরিবারের হাতে ব্ল্যাঙ্কেট তুলে দেওয়া হয় ৷মানুষ সৃষ্টির সেরা জীব৷ তাই মানুষ হিসেবে মানুষেরই সামাজিক দায়বদ্ধতা আছে। সামাজিক জীব হিসেবে এই কঠিন সময়ে ওই সমস্ত দুস্থ ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো দরকার ৷ এই মহতী কর্মযজ্ঞে সকলের উজ্জ্বল উপস্থিতি ও আন্তরিক সহযোগিতাএকান্তভাবে কামনা করে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার জনাব ইফতিকার আলম মহাশয় বলেন ‘বন্ধুদের সাথে, মানুষের পাশে ,সুন্দর সমাজের সন্ধানে আমরা এগিয়ে চলেছি আলোর পথে ! তাই আজকে এই অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ট্রাস্টের পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচি।যারা আমাদের ট্রাস্ট পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি।আশা করি পরবর্তী সময়েও তাঁরা আমাদের পাশে থাকবেন !’ট্রাস্টের অন্যতম সদস্য সুমন শরীফ বলেন ‘তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের বয়স মাত্র ৯১ দিন ,সদ্য গড়ে ওঠা ট্রাস্ট ইতিমধ্যে বেশ কয়েকটি কাজের স্বাক্ষর রেখেছে। আমাদের পরবর্তীতে সাগরদিঘী এলাকার বাইরে গিয়েও কাজ করার পরিকল্পনা আছে ! মানুষ সহযোগিতা করলে আমরাও অনেক দূর এগিয়ে যেতে পারবো, সুন্দর সমাজের সন্ধানে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে,অসহায় মানুষের পাশে থাকতে।’এই মহতী অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন মুর্শিদের সারোয়ার জাহান ও শাহিন হোসেন মহাশয়।