|
---|
রাহুল রয়, নতুন গতি, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের বাদামতলা শিবাজী সংঘের মহিলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের পুজো মন্ডপের থিম হল বৃন্দাবনে উমা। শিবাজী সংঘের মহিলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের দুর্গাপুজো ৮ তম বর্ষে পর্দাপন করছে। শিবাজী সংঘের মহিলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের পুজো বাজেট হল ৬০০০০০ টাকা। পুজো গাছ ও মাটির হাঁড়ি দিয়ে পুজো মন্ডপ সাজানো হচ্ছে। শিবাজী সংঘের মহিলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির মন্ডপে ঠাকুর দেখার জন্যে বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তের মানুষ ভীড় করেন।