|
---|
লুতুব আলি, ৭ জানুয়ারি : পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৫ তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হল। নদীয়ার নাজিরপুরের মানিকনগর প্রাথমিক বিদ্যালয় এ জন্ম মহোৎসব টি সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। আয়োজক : নাজিরপুর সৎসঙ্গ উপসনা কেন্দ্রের সৎসঙ্গীবৃন্দ। ব্রাহ্মমুহূর্তে বেদমাঙ্গলিকি, প্রত্যুষে ঊষা কীর্তন ছাড়াও বিনতি প্রার্থনা, নাম জপ ও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থা দি পাঠ ও প্রণাম অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীরা ভক্তিমূলক সংগীতাঞ্জলি পরিবেশন করেন। বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। শ্রীশ্রী ঠাকুরের ভোগ নিবেদন ভান্ডারার প্রসাদ বিতরণ হয়। মাতৃ সম্মেলন ও সাধারণ সভায় ঠাকুরের চিরন্তন ভাবাদর্শ নিয়ে বিশেষজ্ঞরা আলোকপাত করেন। বর্তমান অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় ঠাকুরের সার্বজনীন আদর্শকে ব্যাপকভাবে সম্প্রসারণ ঘটানোর জন্য ভক্তদের কাছে আবেদন করা হয়। সান্ধ্যকালীন অনুষ্ঠানে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় ভক্তিগীতি পরিবেশিত হয়। মুর্শিদাবাদ এর হৃদ মাঝারে কলা কেন্দ্রের প্রথিতযশা সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এই কলা কেন্দ্রের প্রত্যেককেই আকাশবাণী ও দূরদর্শনের খ্যাতনামা শিল্পী। হৃদ মাঝারে কলা কেন্দ্রের সংগীত শিল্পী কৃষ্ণা মন্ডল, রবিউল আলম ও বিদিশা মন্ডল সংগীত পরিবেশন করে সকলের কাছে সংশিত হন।