|
---|
সেখ সামসুদ্দিন : ৮ জানুয়ারি আমাদপুর অঞ্চলের আমাদপুর বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে গতকাল বিকালে জনসভা করা হয়। মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কো মেন্টর আবুল হাশেম মন্ডল, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি পৌরসভার কাউন্সিলর সেখ ইউসুফ এবং বাপি ব্যানার্জী, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ, মেমারি ১ ব্লক তৃণমূল মহিলা সেলের সভানেত্রী গীতা দাস, মেমারি ১ ব্লক কিষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি দেবা ঘোষ, মেমারি ১ ব্লক মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতি কৌশিক মল্লিক, মেমারি এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল হালিম , মেমারি এক পঞ্চায়েত সমিতির প্রায় সকল সদস্যবৃন্দ, বাগিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অরিন্দম ঘোষাল, নিমো ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম কৈবর্ত থেকে শুরু করে অঞ্চল এবং ব্লকের নেতৃত্ব। প্রায় ৭০০০-এর অধিক এই সভায় উপস্থিত ছিলেন।