ক্রিসেন্ট একাডেমির নতুন উদ্যোগ মুর্শিদাবাদের সাগরদীঘিতে

আসিফ রনি, নতুন গতি, মুর্শিদাবাদ : নতুন করে পথচলা শুরু হলো “ক্রিসেন্ট একাডেমি সাগরদিঘীর”.।

    শনিবার সাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৪০ জন ছাত্র-ছাত্রী নিয়ে ক্রিসেন্ট একাডেমি সাগরদিঘির শুভ উদ্বোধন হলো।

    উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘী ব্লকের ব্লক সমষ্টি আধিকারিক সুরজিৎ চ্যাটার্জী মহাশয়, তাছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বেরাজুল ইসলাম , সাগরদিঘী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক তামিজউদ্দিন মল্লিক, সাগরদিঘী বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা হেলেনুর বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্পাদক মোঃ সোবিউল ইসলাম, ও নির্দেশক রোজিনা খাতুন। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিজ্ঞানী মোহাম্মদ সাইদুর রহমান ও উপ- চেয়ারম্যান জলি খাতুন সুদূর আমেরিকা থেকে প্রতিষ্ঠানের জন্য শুভ কামনা করেন। সমাজের প্রান্তিক থেকে প্রান্তিকতর স্তরে নৈতিক মূল্যবোধ যুক্ত প্রাথমিক শিক্ষাকে পৌঁছে দিতে তাদের এই প্রয়াস। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ চ্যাটার্জী মহাশয় জানান যে যেভাবে বিভিন্ন অসহায় পীড়িত মানুষদের পাশে দাঁড়িয়ে এই প্রতিষ্ঠান যে কাজ করছে তার জন্য শুভকামনা করেন ,তাছাড়াও তিনি বলেন যে নৈতিক শিক্ষার বিশেষ গুরুত্ব আছে তার উপর জোর দেওয়ার কথাও তিনি বলেন। প্রতিষ্ঠানের সম্পাদক মোঃ সোবিউল ইসলাম জানান যে “করোনা পরবর্তী পরিস্থিতিতে নৈতিক শিক্ষাকে সমাজে পৌঁছে দেওয়াটা এই মুহূর্তে কঠিন চ্যালেঞ্জের বিষয়। তাই এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হলে তার জন্য বিনোদনের মাধ্যমে শিক্ষা এবং শিক্ষার মাধ্যমে বিনোদন খুব জরুরী। যার জন্য উপযুক্ত পরিকাঠামো দরকার। যদিও এ বিষয়ে ক্রিসেন্ট একাডেমী বিভিন্ন ধরনের প্রযুক্তি , খেলাধুলা ছাড়াও আধুনিক বিশেষ বিশেষ কিছু উপকরণের সহায়তার মাধ্যমে শিক্ষাদান করার উদ্যোগ নিয়েছে।”