|
---|
সংবাদদাতা : আরাফের ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বসিরহাটের রবীন্দ্র ভবনে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যমে শুরু করেন পীরজাদা শরিফুল আমিন সাহেব। সঙ্গে থেকে সহযোগিতা করেন সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান।এরপর ভবানীপুর মাদ্রাসার ছাত্রের সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলওয়াত হয়। এছাড়াও ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসার ছাত্র ছাত্রী সুন্দর তারানা পাঠ করে পাশাপাশি কাটিয়াহাট আল হেরা আল জামিয়াতুল ইসলামিয়ার ছাত্ররা ইসলামী সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মন জয় করে।সংগঠনের সভাপতি পীরজাদা শরিফুল আমিন সাহেব বলেন, আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী গণসংগঠন।এই সংগঠন দীর্ঘ দিন ধরে নানাবিধ জনকল্যাণমুখী কাজ করে আসছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের মেধার বিকাশে অনন্য ভূমিকা পালন করে চলেছে আরাফ পরিবার। তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বাধীনতা দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষ্যে অঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বিজ্ঞান মডেল প্রদর্শনী ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার ব্যবস্থা করা হয়।এদিন উপস্থিত ছিলেন আরাফের সভাপতি পীরজাদা শরিফুল আমিন, সম্পাদক পীরজাদা খোবায়েব আমিন, প্রবীণ আলেম তথা ভবানিপুর মাদ্রাসার সম্পাদক হাজি ইয়াকুব আলী, কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমির সম্পাদক হাজী আকবর আলি, মাওলানা জাহাঙ্গীর, সমাজকর্মী রণজিৎ তালুকদার, শিক্ষকনেতা নুরুল হক, মাওলানা মোস্তাকিম মন্ডল, আল হেরা একাডেমির সহকারী প্রধান শিক্ষক কুতুবউদ্দিন সরদার, অঙ্কন শিক্ষক ইউনুস গাজী প্রমুখ।