শুরু হোক পথ চলা” সংস্থার উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা,নতুন গতি, হলদিয়া: থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের ও ব্লাড ব্যাংকে রক্ত সংকট নিরসনের জন্য এগিয়ে এলো পুর্ব মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “শুরু হোক পথ চলা”। এই সংস্থার উদ্যোগে সুতাহাটা থানার ‘গোপালপুর বিবেকানন্দ বিদ্যাপীঠে’(উঃ মাঃ) ‘রক্তদান শিবির’ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা মিলে মোট ৭০জন গ্রামবাসী রক্তদান শিবিরে রক্ত দান করেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ও রক্তদাতাদের উৎসাহিত করতে  উপস্থিত ছিলেন গোপালপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ’-এর প্রধান শিক্ষক নিত্যানন্দ হাজরা ‘আই.ও.সি.এল’ এর সিনিয়র ফাইনান্স ম্যানেজার জগৎজ্যোতি দাস, কবি, সমাজসেবী তথা ‘চলো পাল্টাই’ সংস্থার অন্যতম সদস্য মতিলাল দাস , সংস্কৃতিপ্রেমী শিক্ষক সাম্য দাস প্রমুখ।

    রক্তদান শিবিরকে কেন্দ্র করে সংস্থার সদস্যদের মধ্যে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। সংস্থার অন্যতম সদস্য অভিজিৎ প্রামাণিক বলেন , “এই এলাকায় কোন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এতবড় রক্তদান শিবিরের আয়োজন এই প্রথম। আমরা ভবিষ্যতে এমন আরো শিবির করবো যাতে করে রক্তের সংকটে কারো প্রাণহানি না হয়।