|
---|
নিজস্ব সংবাদদাতা : ২৪শে ডিসেম্বর কৃষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রধান বক্তা শ্রম ও পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্নার ডাকে চুঁচুড়া চলো সমর্থনে পশ্চিম ঘোষপুর নরেন্দ্রচক থেকে কুলাট পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করেছিল ঘোষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হায়দার আলী এবং প্রাক্তন ব্লক সভাপতি অভিজিৎ বাগ কিশোরপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ বর, ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান শীতল মন্ডল, গৌরাঙ্গ ব্যানার্জি ও ঘোষপুর অঞ্চলের অন্যান্য নেতৃত্ববৃন্দ।