থ্যালাসেমিয়া আক্রান্তদের সহায়তায় রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : বর্তমানে ব্লাড ব্যাংকে রক্তের সংকট । থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের প্রয়োজন হলে তার পরিবার পরিজনদের চরম দুর্ভোগে পড়তে হয়। তাই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো কেশপুর ব্লকের অন্যতম শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি,পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন মুগবসান মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চের পক্ষ থেকে মুগবসান হক্কানিয়া হাইস্কুল প্রাঙ্গনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ মোট ৪১জন রক্ত দাতা রক্ত দান করেন। উল্লেখ্য, এদিন রক্তদান শিবিরে ১৮+ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সেখ আব্বাস আলী ও সোহেলী খাতুন রক্তদান করেন। মুগবসান হক্কানিয়া হাইস্কুলের সহ শিক্ষক বিদ্যুত নাগ সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

    রক্তদাতাদের শুভেচ্ছা জানাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী

    এদিন শিবিরকে কেন্দ্র করে মুক্ত মঞ্চের সদস্যদের মধ্যে চরম ব্যস্ততা লক্ষ করা যায়। কর্মসূচির শুভ সূচনা করেন কেশপুরের বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী। তিনি মুক্তমঞ্চের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি রক্তদাতাদের উৎসাহিত করতে রক্ত দাতাকে ফুলের তোড়া দিয়ে সম্মান জ্ঞাপন করেন। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী কুমার তেওয়ারী। এছাড়াও বিশিষ্ট সমাজসেবী হাসানুর জামান, মুগবসান হক্কানিয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল হক, মুগবসান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার শুভ্র চক্রবর্তী, টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির সহ সম্পাদক সাহাঙ্গির চৌধুরী, ড্রিম এডুকেশন সোসাইটির সম্পাদক সানিউল আক্তার, সমাজসেবী রিয়াজুল হক, সমাজসেবী মইদুল খাঁন, সমাজসেবী শামীম হাসান, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্টাফ সেখ মিরাজ আলী, মুগবসান হক্কানিয়া হাইস্কুলের সহ শিক্ষক দুর্গাপদ ঘোষ, গড়সেনাপেতা আমরা সবাই ক্লাবের সদস্য মানস ঘোষ, সমাজসেবী ও রক্তদান আন্দোলনের কর্মী ফারুক মল্লিক সহ স্থানীয় বিশিষ্টগন ও মঞ্চের সভাপতি লোকেশ খান, সম্পাদক চৌধুরী আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ ডক্টর সেখ কমরুদ্দিন সহ কর্মকর্তা ও সদস্যগণ এবং স্বেচ্ছাসেবীগণ। এদিন শিবিরে রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর ব্লাড ব্যাংক।

    উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রক্তদাতা

    এছাড়াও এদিন চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় প্রায় তিন শতাধিক ব্যক্তি এদিন চক্ষু পরীক্ষা শিবিরে তাদের চক্ষু পরীক্ষা করান। এদের মধ্যে 110 জন কে চোখের অপারেশন করানো হবে।

    দ্বিতীয় পর্যায়ে এলাকার শতাধিক দুস্থ ব্যক্তির হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে ও সুললিত কন্ঠে সঞ্চালনা করেন রক্তদান আন্দোলনের কর্মী গড়সেনাপেতা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক , সমাজকর্মী স্নেহাশীষ চৌধুরী ও মুগবসান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায়।

     

    এদিন মুক্তমঞ্চের সম্পাদক চৌধুরী আবদুল কালাম আজাদ বলেন এই রক্তদান শিবিরে যে ৪১ জন রক্তদাতা রক্তদান করেন, তাদেরকে এরকম মহান কাজের জন্য কুর্নিশ জানান। এছাড়াও তিনি মঞ্চের সমস্ত সদস্য, স্বেচ্ছাসেবীগন ও যারা এই অনুষ্ঠানে সর্বতোভাবে আর্থিক , মানসিকভাবে সাহায্য করেছেন তাদের সকলকে অভিনন্দন জানান। এছাড়াও তিনি ধন্যবাদ জানান মঞ্চের সদস্য ডক্টর সরফরাজ চৌধুরী, সিরাজ চৌধুরী, ডক্টর ফিরাজুদ্দিন মল্লিক, ডক্টর অসীম পাল, কাজী আব্দুল মাসজুদ, আবু নাসার চৌধুরী, সেখ মহম্মদ এহেশান , সেখ সাকের আলী, সেখ শোয়েব আলী, শেখ আলমগীর, সেখাবত চৌধুরী, সেখ আব্দুল বারিক, সেখ সামসুল আলম, আলতাপ চৌধুরী, সেখ আনোয়ার কালাম, সেখ আব্দুল্লাহ, সেখ জাকির হোসেন এবং স্বেচ্ছাসেবক ডক্টর রঘুুুনাথ রাই , সেখ মহম্মদ নাসির, রাজেশ চৌধুরী, সানে আলম চৌধুরী সহ সকলকে।