রাজ্য দমকল ও আপৎকালীন পরিষেবা দপ্তর আধুনিকীকরণের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোকে গুরুত্ব দিচ্ছে

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য দমকল ও আপৎকালীন পরিষেবা দপ্তর আধুনিকীকরণের পাশাপাশি যে কোনও অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি কমাতে অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতা বাড়ানোকে গুরুত্ব দিচ্ছে। দমকলমন্ত্রী সম্প্রতি সিআইআই আয়োজিত একটি আলোচনাসভায় একথা বলেন।

    আধুনিকীকরণ

    দপ্তর অনেক আধুনিক যন্ত্রপাতি ক্রয় করেছে। ২০০০টি ফায়ার বল যেগুলি আগুনের মধ্যে ছুঁড়লে তাড়াতাড়ি আগুন নিভে যায় এবং বহুতল বাড়িতে আগুন নেভানোর জন্য ১০২ মিটার লম্বা মই।

    নিরাপত্তা বিষয়ক সচেতনতা

    জনসচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমনঃ

    কলকাতার ২ হাজার ক্লাবকে প্রাথমিক অগ্নিনির্বাপণের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং কিছু যন্ত্রপাতিও প্রদান করা হয়েছে। কারণ, বেশীর ভাগ ক্ষেত্রেই আগুন প্রথম পর্যায়ে নির্বাপণের চেষ্টা করলে বিশাল ক্ষতি হয় না
    অগ্নিনির্বাপণ ব্যবস্থার নিরীক্ষায় সক্রিয় অংশ নেওয়া এবং আরও উন্নতির জন্য প্রয়োজনীয় মতামত দেওয়া। ৮০০র বেশী বাড়িকে পরীক্ষা করে দেখা হয়েছে।
    কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় অগ্নিনির্বাপণের বিষয়ে পোস্টার ও ব্যানার দিয়ে প্রচার করা হচ্ছে।
    কলকাতায় একটি পাইলট প্রকল্প নেওয়া হয়েছে যেখানে রাস্তায় ঝুলে থাকা তার সরিয়ে সেই তার মাটির তলা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।