বাগমারা নূরানী মক্তবের সাফাই অভিযান

নতুন গতি নিউজডেস্ক: মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের বাগমারা গ্ৰামে ময়লা আবর্জনা পরিষ্কার করতে মাঠে নেমেছে বাগমারা নূরানী মক্তবের ছাত্রছাত্রী সহ মুসল্লিরা। “পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, পরিস্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, আমাদের গ্ৰাম আমরা রাখিব সুন্দর” এই স্লোগানকে সামনে রেখে মসজিদের ইমাম হাফিজ জাকিরের নেতৃত্বে শুক্রবার (২৩ আগস্ট) এ অভিযান পরিচালিত হয়।এতে মক্তবের ছাত্রছাত্রীরা ঝাড়ু, দা, কোদাল, বালতি হাতে নিয়ে নিজেরাই গ্ৰামের রাস্তা-ঘাটের আগাছা ও ময়লা আবর্জনা পরিষ্কার করে।

    ইমাম সাহেব বলেন দয়ার নবী (স) ছিলেন পরিস্কার পরিচ্ছন্নতার এক উজ্জ্বল প্রতিক। সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য চাই সুস্থ পরিবেশ।
    ইমাম সাহেবের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্হানীয় গ্ৰামবাসী থেকে জেলার বিশিষ্টজনেরা। এ প্রসঙ্গে জেলা ইমাম মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস বলেন রাসূলুল্লাহ স. মানুষের চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা মুসলমানদের ঈমানী দায়িত্ব বলে ঘোষণা করেছেন। মহানবী স. এর মুখনিঃসৃত বাণীই মানুষকে উত্তরণের পথ দেখাতে পারে। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও আবর্জনা মুক্ত করতে জনগণকে উদ্বুদ্ধ করতে ইমাম মুয়াজ্জিনদের‌ই এগিয়ে আসতে হবে। উপস্থিত ছিলেন সমাজসেবী হয়রত মন্ডল, আসাদুল সেখ, সবুক্তগীণ মন্ডল, রাজা সেখ, রাকিবুল সেখ, মুসারদ্দিন, আঃ র‌উফ প্রমুখ।