গলসিতে বালির বৈধ্য কাগজ না থাকায় বাজেয়াপ্ত বালি বোঝায় ট্রাক্টর

আজিজুর রহমান : গলসি থানার পুলিস একটি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে। বালির অবৈধ কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ট্রাক্টরটির মালিক পার্থ বাগ্দিকে। তিনিই ওই ট্রাক্টরটি চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। ধৃতের বাড়ি গলসি থানার সুন্দলপুরে গ্রামে। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে কয়েকটি ট্রাক্টর বালি বোঝাই জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের দিক থেকে আসছে বলে খবর পায় তারা। তারপরই পুলিস ভাসাপুল মোড় এলাকায় চেকিং শুরু করে। এরপরই বালি বোঝাই ট্রাক্টরটিকে ভাসাপুলের কাছে এলে সেখান থেকে পুলিস বাজেয়াপ্ত করে ট্রাক্টরটি। চালকের কাছে বালির বৈধ কোনও কাগজপত্র ছিল না বলে দাবী পুলিসের। ঘটনার স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে গলসি থানার পুলিস। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। রবিবার পুনরায় ধৃতকে  আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।