ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণাঢ্য দ্বি শততম জন্মবার্ষিকী উদযাপন কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী

নবাব মল্লিক, মথুরাপুর: ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণের পথিকৃৎ ও ভারত মাতার অন্যতম শ্রেষ্ঠ সন্তান সমাজ সংস্কারক বর্ণপরিচয় এর স্রষ্টা করুণার সাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শততম জন্মবার্ষিকী উদযাপন দক্ষিণ ২৪ পরগনার অন্যতম একটি স্কুল কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে। প্রভাত ফেরীর মাধ্যমে জানিয়ে দেয় ঈশ্বরচন্দ্র কে কেনই বা তার জন্ম দিবস পালন করা?? তিনি বাংলার নবজাগরণের এই পুরোধা ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ছিলেন ‘দয়ার সাগর’ নামে।ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন।এর প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতির উদ্যোগে আজ সকাল থেকে বৃক্ষরোপন, ক্যুইজ, শিক্ষামূলক নিত্য ও সঙ্গীত পরিবেশন, অংকন এবং বিতর্ক প্রতিযোগিতার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর দ্বি শততম জন্মবার্ষিকী উদযাপন হল। কৃষ্ণচন্দ্রপুর স্কুলের ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এদিনের অনুষ্ঠানে বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টু রাম পাখিরা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার এস.পি বৈভব তেওয়ারি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইং কমান্ডার হিতেন্দ্র বৎস, ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা, জেলা বিদ্যালয় পরিদর্শক অনিন্দ্য কুমার চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট জনেরা।