|
---|
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: প্রয়াত হলেন মঙ্গলারাণী জানা।বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিল্বপদ জানা’র সহধর্মিণী মঙ্গলারাণী জানা গতকাল রাতে পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুরের দেউলপোতা গ্রামে নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৯৯ বছর।
বার্ধক্যজনিত অসুখে তিনি ভুগছিলেন। তাঁর পুত্র ডাঃ সুব্রত জানা জানিয়েছেন, তাঁদের বাড়িতেই শেষকৃত্য আজ সম্পন্ন হয়। এলাকার স্বাধীনতা সংগ্রামীদের বহু কাজে তিনি নানাভাবে সাহায্য-সহযোগিতা করেছেন। ১৯৪৫ সালে মহাত্মা গান্ধী যখন বাসুদেবপুর গান্ধী আশ্রম-এ এসেছিলেন এলাকার মহিলাদের সাথে নিয়ে প্রথম সারিতে থেকে তিনি গান্ধীজিকে মাল্যদান করে স্বাগত ও শ্রদ্ধা জানিয়েছিলেন। তাঁর প্রয়াণ-এ একটি যুগের অবসান ঘটল।