|
---|
আলিফ ইসলাম:বর্ধমান : ১৩ই মার্চ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ব্যস্ততম স্থান খোসবাগান , শ্যামসায়রে (দক্ষিণ) বর্ধমান সাহিত্য পরিষদের নিজস্ব ভবনে রবিবার বিকেলে ১৩/০৩/২০২২ তারিখে এক আনন্দ মুখর বসন্ত উৎসব পালিত হয়।১ লা আষাঢ়,১৩১২ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত বর্ধমান সাহিত্য পরিষদের বর্তমান সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী এবং বর্তমান সভাপতি মুরারি মোহন কুমার সহ অন্যান্য অতিথি বৃন্দের উপস্থিতিতে এই আনন্দমুখরিত বসন্ত উৎসব পালন করা হয় বক্তব্য, গান,কবিতা পাঠের সঙ্গে আগত রঙের উৎসব বাসন্তিকা দোল পূর্ণিমাকে স্বাগত জানিয়ে। এই আনন্দ মুখরিত বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন সঞ্জয় সেন,উদয় কোনার, কল্পনা রায়,তাপস ভূষণ সেনগুপ্ত, সেখ হাফিজুল ইসলাম, সেখ হাসানুজ্জামান, সুফি রফিক উল ইসলাম, বুদ্ধদেব পন্ডিত, সুকান্ত সেন,তরুণ কান্তি মন্ডল, রীতা সাউ,সুষমা মিত্র,মুক্তা রায়, মন্দিরা মুখার্জি, সুধীর কুমার হাজরা, হেমা পাল বর্ধন,প্রদীপ বাবু,পঞ্চানন মুখার্জি প্রমুখ প্রায় অর্ধশতাধিক ব্যাক্তিগণ।