কালিয়াচক ও সুজাপুরে এন আর সি ও ক্যাব নিয়ে আলোচনা সভা ‘আওয়াজ’

নতুন গতি ,কালিয়াচক: কালিয়াচক নজরুল ভবন ও সুজাপুরের বিশু মোড়ে অনুষ্ঠিত হলো NRC সচেতনতা সভা সমাজসেবী সংগঠন ‘আওয়াজ’ এর পরিচালনায় অনুষ্ঠিত হয় এই সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন, প্রাক্তন সাংসদ

    অধ্যাপক শেখ সাইদুল হক, অধ্যক্ষ ডঃ নাজিবুর রহমান, অধ্যাপক আজিজুল বিশ্বাস, জিম নওয়াজ, জিন্নাত আলি।

    সংগঠনের রাজ্য সম্পাদক সেখ সাইদুল হক বলেন, বিগত কয়েক বছরে প্রতিনিয়ত সংস্কার ও উন্নয়নের নামে দেশবাসীকে নানা হয়রানির শিকার হতে হয়েছে। দেশ ভক্তির ও জঙ্গি নিরসনের নামে জম্মু-কাশ্মীর কে সেনাগারে পরিণত করার পাশাপাশি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে, সরকারি নীতির ফলে কর্মসংস্থান থেকে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর মারাত্মক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। অতএব সাধারণ মানুষের কাছে বিশেষ নিবেদন যে আপনারা বুদ্ধিজীবীদের পরামর্শ নিন এবং সেটা আমার আপনার সাংবিধানিক অধিকার ও করণীয় কর্তব্য বুঝে নিন।

    এই সভায় সংগঠন এর জেলা সম্পাদক ডঃ মুহাম্মদ ইসমাইল এর বক্তব্যে বলেন, বর্তমান ভারতে বহুল চর্চিত বিষয় এন.আর. সি. এবং দেশের কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব এনআরসি ও ধর্মের নামে ভাওতাবাজি কথা বলে হিন্দু ও মুসলিম সহঅবস্থান কে ভাগ করতে চাইছেন। মানুষের মন থেকে এই আতঙ্ক দূর করার জন্য সর্বসাধারণকে সঙ্গে নিয়ে কোন সংঘটিত আন্দোলন সেভাবে গড়ে না ওঠার ফলে এনআরসি, এন.পি. আর ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সাধারণ মানুষের কোনো সঠিক ধারণা নেই। তাই ‘আওয়াজ’ এর পক্ষ থেকে NRC ও CAB নিয়ে সাধারণ মানুষকে আমরা সচেতন করতে এগিয়ে যাচ্ছি ইত্যাদি। এই নিয়ে আজ অনুষ্ঠিত হলো এন.আর.সি ও ক্যাব বিরুধি সভা কালিয়াচকের নজরুল ভবনে ও সুজাপুরে তার সাথে বর্তমান ভারত নিয়ে আলোচনা।

    এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা কমিটির সভাপতি ইলিয়াস সাহেব, জেলা কমিটির অন্যতম সদস্য শিক্ষক মহাঃ মোশারফ, ডঃ নাসিমুল হক নাসিম ও এলাকার বহু সন্মানিত গুনীজনেরা।