রক্তদান শিবির সুনীতার উদ্যোগে

ফজলে এলাহি : ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের প্রসিদ্ধ সুনামধন্য *সুনীতার* র কর্তৃপক্ষ ও কর্মীবৃনদের উদ্যোগে প্রতিবছরের মত এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রক্তদান শিবির উপলক্ষে রক্তদাতা সহ আগত সকলদের জন্য বিশাল আপপায়নের আয়োজন করেছিলেন ও রক্তদাতাদের বিশেষ পুরস্কার দেওয়া হয় সুনীতার উদ্যোগে। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ইনচারজ ডা: জয়ন্ত বিশ্বাস, মেডিক্যাল সুপারিটেনডেনট ভাইস প্রিন্সিপাল ডা:অনাদি রাই চৌধুরী,সুনীতার মুখপাত্র শেখর চাঁদ মারোঠী ও অন্যান্য। এই শিবিরে ৬১৭ জনের বেশি রক্তদান করেন।