পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃমহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হলো বারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ

মহ: মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পর্ষদের আয়োজনে এবং হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের পরিচালনায় পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ১৬টি ক্রিকেট দল নিয়ে অনুষ্ঠিত আন্তঃমহাবিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে জয়ী হলো বারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। বুধবার অর্থাৎ আজ খড়দহের শহীদ সূর্যসেন স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ফাইনালে তারা ৮ উইকেটে ভৈরব গাঙ্গুলী কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এবারের টুর্নামেন্টে মোট ১৬ টি কলেজ অংশগ্রহণ করে। ৫ জানুয়ারি পাঁচ দিন ধরে এই টুর্নামেন্টের সূচনা হয়। উদ্বোধন করেন হীরালাল মজুমদার কলেজ ফর উইমেন এর অধ্যাপক এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিষদের সদস্য প্রদীপ্ত মুখার্জি। ১৬ টি কলেজ ছাড়াও ৮ টি কলেজ থেকে খেলোয়াড়রা ট্রায়ালে অংশগ্রহণ করে। মোট ২৪ টি কলেজ থেকে খেলোয়াড়দের বেছে নিয়ে

    বিশ্ববিদ্যালয়ের জন্য একটি টিম তৈরি করা হয়। সেই টিম আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে উড়িষ্যার কে.আই.আই.টি বিশ্ববিদ্যালয়ে (KIIT) অনুষ্ঠিতব্য পূর্বাঞ্চলীয় আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ১১ জানুয়ারি বুধবার ফাইনালের দিন বিজয়ী ও বিজিত দল এবং সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের আন্ত:ক্রীড়া পর্ষদের আহ্বায়ক এবং অধ্যাপক অনির্বাণ সরকার, হিঙ্গলগঞ্জ কলেজের অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন, ভৈরব গাঙ্গুলী কলেজের অধ্যক্ষ শুভ্রনীল সোম, ডক্টর প্রদীপ্ত মুখার্জি, জয়ন্ত বাউলি। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মাসুদ হোসেন, অমৃতা ভট্টাচার্য, মাখলেস ওয়ার রহমান, সুতপা ঘোষ, অরূপ স্বর্ণমত, উপল মুখার্জি প্রমুখ।