|
---|
আজিজুর রহমান,গলসি : গলসির সারুল মোড়ে পথ দুর্ঘটনার কবলে পরলো যাত্রীবাহী সরকারি বাস। বরাত জোরে রক্ষা পেল বাসের যাত্রীরা। ঘটনায় আংশিক আহত হয়েছেন চার যাত্রী। পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এনে চিকিৎসার ব্যবস্থা করে। সেখান থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। বাসটি কোলকাতা থেকে যাত্রী নিয়ে ১৯ নম্বর জাতীয় সড়কে ধরে তারাপীঠ যাচ্ছিল। বাসযাত্রী পরিনা বিবি জানান, তিনি বর্ধমানে চিকিৎসা করে ওই বাসে ইলামবাজার ফিরছিলেন। বুধবার বেলা বারোটা নাগাদ গলসির সারুল মোড়ে আচমকা একটি লড়ি ব্রেক মারলে বাসটি লড়ির পিছনে ধাক্কা মারে। ফলে বাসের ভিতরে বসে থাকা যাত্রীরা আঘাত পান। যান্ত্রিক গোলযোগের কারনেই ওই দুর্ঘটনা বলে জানান তিনি।