|
---|
আলিপুরদুয়ার: জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে চলে এল একটি সম্বর হরিণ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের এক নং ব্লকের দক্ষিণ কামসিং এলাকায়। এদিন সকালে এলাকার কুরমাই নদীর ধারে সম্বর হরিণটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে হরিণ দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ।
জানাগেছে, এদিন সকালে দক্ষিণ কামসিং এলাকার কুরমাই নদীর পাশে ১০০ দিনের মাটি কাটার কাজ চলছিল। সেই সময় হরিনটিকে নজরে আসে শ্রমিকদের। স্থানীয়রাই সম্বর হরিণটিকে উদ্ধার করে খবর দেয় বনদফতরকে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে চিলা পাতা রেঞ্জের বনকর্মিরা। তারা হরিণটিকে উদ্ধার করে চিলাপাতা জঙ্গলে গিয়ে ছেড়ে দেয় বলে বনদফতর সূত্রে খবর। সম্বর হরিনটি কোনভাবে চিলাপাতা জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে চলে এসেছিল বলে অনুমান করা হচ্ছে।