|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: প্রচুর আহত টিয়া উদ্ধার সহ গ্রেপ্তার ১। ধানের জমিতে জাল পেতে টিয়া শিকার করতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল এক চোরাশিকারি। ফাঁসিদেওয়ার চৌপুখরিয়া এলাকায় ভোর থেকে ধানের জমিতে জাল পেতে টিয়া শিকার করতে এসে ধরা পড়েন ওই শিকারি। তাকে ধরা সম্ভব হলেও বাকি দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। খবর দেওয়া হলে বাগডোগরা বনবিভাগ ও বাগডোগরা পুলিশ এসে তাকে ধৃতকে গ্রেপ্তার করে।কিকারনে ওই টিয়াগুলি এতটা অসুস্থ এবং আহত হয়ে পড়ল সেটা এখনো বলতে পারছেন না কেউই।ফাসিদেওয়ার ওই এলাকাতে বহুদিন থেকেই টিয়াপাখির আনাগোনা হচ্ছিলো।এর আগেও একঝাক টিয়াপাখি এসেছিলো ওই ধানক্ষেতের ভিতরে।খুব সম্ভবত না খেতে পেয়েই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন ওই গ্রামের বেশ কিছু মানুষ।টিয়াপাখিগুলি এত আহত কিভাবে হল সেটা নিয়েও জোর আলোচনা করছেন বন্যপ্রান সংরক্ষনের আধিকারিকেরা।তাদের অনুমান টিয়াপাখিগুলি কোন কারনে অসুস্থ হয়ে পড়বার কারনে কোথাও গিয়ে আশ্রয় নিয়েছিলো,সেখানেই কোন কারনে কোন দুর্ঘটনার ফলে টিয়াপাখিগুলি অসুস্থ হয়ে পড়েছে।আর বেশী অসুস্থ হয়ে পড়বার কারনে তারা বেশীদুরে যেতে পারেনি।তাই এই সূযোগে ওই শিকারিরা টিয়াপাখিগুলিকে ধরবার মতলব করছিলো।এবং পরে তাদের বাইরে পাচার করবার পরিকল্পনা করছিলো।একজন ধরা পড়ে যাওয়াতে তার কাছ থেকে বাকি দুজনের কথা জানতে চেষ্টা করছেন বন দপ্তরের কর্তরা।আহত টিয়াগুলিকে চিকিৎসার ব্যাবস্থা করছেন বন দপ্তরের কর্মীরা।
আজ বহুদিন ধরেই ওত পেতে থাকা শিকারিরা ধরে ফলে ওই টিয়াপাখিদের।এবং তার সাথে সাথেই ওই শিকারিদের ধরে ফলে গ্রামবাসীরা। না খেতে পেয়ে বেশ কিছু টিয়াপাখি বেশ কয়েকদিন ধরে ওই ধানক্ষেতে এসে বসছিলো খাবারের আশায়।